ইউএস-বাংলা দুর্ঘটনা: জাতিসংঘ মহাসচিবের শোক

প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১১:২২

সাহস ডেস্ক

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ সরকারকে একটি বিবৃতি পাঠিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, ভয়ঙ্কর এ বিপর্যয় কাটিয়ে ওঠার সাহস পরিবারগুলো হারাবে না।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে পাঠানো ওই বিবৃতি বলা হয়, কাঠমন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনার খবরে তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের সকলের জন্যে গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কঠিন এই সময়ে আমরা জাতিসংঘের সকলেই বাংলাদেশের সাথে সমব্যথী।’

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়  ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হলে ৫১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ওই ফ্লাইটের পাইলট, ক্রুসহ ২৮ জন ছিলেন বাংলাদেশি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত