ইউএস-বাংলার বিধ্বস্ত

নিহতদের পরিচয় জানার পর দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে

প্রকাশ | ১৪ মার্চ ২০১৮, ১১:২৯

অনলাইন ডেস্ক

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের আলাদাভাবে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী।

আজ বুধবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে বিমান বিধ্বস্তে আহতদের দেখতে কাঠমান্ডু মেডিকেল কলেজে যান বিমানমন্ত্রী। এ সময় আইসিইউসহ বেশ কয়েকটি ইউনিটে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি।

আজ দুপুর ১২টায় নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিমানমন্ত্রীর।

সাহস২৪.কম/আল মনসুর