চৌহালীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ভেড়া ছাড়া কেউ নেই!

প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৯:৫৯

সোহাগ লুৎফুল কবির

ছোট ছোট স্টল সাজানো আছে টেবিল চেয়ার দিয়ে। উপরে ঝুলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৮ লেখা সংবলিত ব্যানার। কিন্তু স্টলের ভিতরে কিংবা বাইরে আয়োজক কমিটি, শিক্ষক-শিক্ষার্থী অথবা দর্শনার্থী কাউকেই দেখা যায়নি। তবে গবাদি পশু ভেড়ার পাল স্টলের ভিতরে ও বাহিরে বিচরন করতে দেখা গেছে।

বুধবার দুপুর ১২টায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও টনক নড়েনি আয়োজকদের।

জানা যায়, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে চৌহালী উপজেলা চত্বরে মঙ্গলবার সকালে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে মেলা স্টলের
টেবিলে বিজ্ঞান বিষয়ক কোন উপকরণ দেখা যায়নি।

বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ভারপ্রাপ্ত) মোবাইলে জানালে তিনি এমনটি হবার কথা নয় বলে জানান।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান বলেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় দু’দিন উল্লেখ থাকলেও একদিনেই অঘোষিতভাবে শেষ হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা ও শিক্ষক সমিতির আন্দোলনের কারণে কোন শিক্ষক আসতে পারেননি।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত