চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহতের ঘটনায় মামলা, আদালতে আসামির স্বীকারোক্তি

প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১২:৪২

চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে গত বুধবার সকালে মনিরুল ইসলামের (২৫) ছুরিকাঘাতে স্কুলছাত্রী সাথী খাতুন (১৩) গুরুতর আহত হবার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামলা হয়েছে। ছাত্রীর পিতা হুজরাপুর রেলবাগান পাড়ার আব্দুস সামাদ বাদী হয়ে মনিরুলকে একমাত্র আসামি করে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মনিরুল একই এলাকার মৃত. ফাকুর ছেলে। সাথী শহরের কামালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

পূর্ব শত্রুতার জেরে মনিরুল এ ঘটনা ঘটায় বলে এজাহারে উল্লেখ করা হয়। বিকেলে আসামি মনিরুলকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।

জবানবন্দীতে তিনি জানান, পারিবারিক শত্রুতার জেরে তিনি সাথীকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে আক্রমন করেন।

স্কুলছাত্রীর উপর এমন হামলার ঘটনায় পুলিশ টানা অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় মনিরুলকে শহরের হরিপুর এলাকা থেকে হামলায় ব্যবহৃত ছোরাসহ গ্রেপ্তার করে। এর আগে মনিরুলের স্ত্রী, মা, দু’বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। 

মনিরুলের নামে এই মামলা ছাড়াও সদর থানায় একটি মাদক, একটি ছিনতাই ও একটি মারামারি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত