স্বজনদের আর্মি স্টেডিয়ামে অপেক্ষা

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৬:৩৩

সাহস ডেস্ক

ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় হতাহত যাত্রীদের স্বজনদের মধ্যে যারা কাঠমান্ডুতে গিয়েছিলেন, তারা দেশে ফিরে এসেছেন।

আজ সোমবার (১৯ মার্চ) দুপুরে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দুর্ঘটনায় বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে কবির হোসেনও একই ফ্লাইটে দেশে ফেরেন।

বিমানবন্দর থেকে স্বজনদের নিয়ে যাওয়া হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে। নিহতদের পরিবারের অন্য সদস্যরাও সেখানে জড়ো হয়েছেন।  

আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে সেখানেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।   

এদিকে কাঠমান্ডুতে ওই বিমান দুর্ঘটনায় আহত মালদ্বীপের নাগরিক আব্দুল্লাহ রেজানাকেও সোমবার দুপুরে ইউএস-বাংলার ফ্লাইটে বাংলাদেশে আনা হয়েছে। স্বামীর চাকরিসূত্রে ঢাকার বনানীতেই তিনি থাকেন।

ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ গত ১২ মার্চ ঢাকা থেকে রওনা হয়েছিল চার ক্রুসহ ৭১জন আরোহী নিয়ে। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশিসহ ৪৯ আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে সোমবার দুপুরে দেশে নিয়ে আসা হয়। তাদের কফিন আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়ার পর জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত