এ কে আজাদের বাড়িতে রাজউকের অভিযান স্থগিত

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৮:১৭

সাহস ডেস্ক

রাজধানীর গুলশানে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদের বাড়ির আংশিক ভেঙেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এখন সেখানে রাজউকের অভিযান আপাতত বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর একটা পর্যন্ত। রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান জানান, নকশা ছাড়া বাড়ি করায় আমরা এই বাড়িটি উচ্ছেদে অভিযান শুরু করি। আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। 

এদিকে বাড়ি ভাঙা শেষ। আর হবেনা বলে জানিয়েছেন এ কে আজাদের বাড়ির নিরাপত্তাকর্মী। 

বিকাল পৌনে চারটা থেকে বাড়ি ভাঙার সব সরঞ্জাম সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এসব বিষয়ে হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ কে আজাদের শ্যালক শহীবুল ইসলাম বলেন, ভবনটি নিয়ে অবশ্যই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের কাছে ভবনের পক্ষে সব বৈধ কাগজ রয়েছে।

রাজউক কর্তৃপক্ষ আগামীকাল আবার উচ্ছেদ অভিযানে এখানে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের বৈধ কাগজ তাদের দেখিয়েছি। এরপর তারা এখান থেকে চলে গেছেন। তারা আর আসবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত