ফরাসি প্রেসিডেন্ট পুলিশের হাতে আটক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৮:৩৩

সাহস ডেস্ক

সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে। ২০০৭ সালে লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী  প্রচারাভিযানের তহবিল আদায়ের একটি অভিযোগের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করছেন তাকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফরাসি বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এখবর দিয়েছে। তবে এ বিষয়ে নিকোলা সারকোজির আইনজীবীর  কোনো বক্তব্য জানা যায়নি।

২০০৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের কথিত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে পুলিশ। পুলিশ এর আগেও নিকোলা সারকোজিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ  করেছে। সম্প্রতি লন্ডন থেকে তার সহযোগী আলেকজান্দ্রে জহরিকে আটক করা হয়েছে। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজি পরাজিত হয়।

বিচার বিভাগ সূত্র জানায়, পশ্চিম প্যারিসের উপশহর নানতেরে এলাকায় সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাদ্দাফি থেকে অবৈধ তহবিলের সুবিধা নিয়ে নির্বাচনী  প্রচারণায় সারকোজি খরচ করেছেন- এমন অভিযোগে ২০১৩ সালে ফ্রান্স পুলিশ একটি তদন্ত কার্যক্রম শুরু করে।

সাহস২৪.কম/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত