শুরু হচ্ছে ‘স্বাধীনতার বইমেলা’

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১৬:১৪

সাহস ডেস্ক

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল চারটায় চট্টল মনীষীদের কর্নার উদ্বোধনের মাধ্যমে শুরু হতে হচ্ছে 'স্বাধীনতার বইমেলা'। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন  করেন বর্ষীয়ান লেখক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক।

একাডেমির চেয়ারম্যান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক আবুল মোমেন, প্রাবন্ধিক-কলাম লেখক মযহারুল ইসলাম বাবলা ও  সৈয়দ সিরাজুল ইসলাম।

পরদিন শুক্রবার (২৩ মার্চ) সকাল ১০টায় রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাড়ে ১০টায় কবি-সাংবাদিক ওমর কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে লেখক-পাঠক সম্মিলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত।

শনিবার বিকেল চারটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বিকেল পাঁচটায় সাহিত্যিক সুব্রত বড়ুয়া, অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম ও প্রাবন্ধিক ড. মাহবুবুল হকের সংবর্ধনা। প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী  সম্পাদক এমএ মালেক। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস ও কবি বিশ্বজিৎ চৌধুরী।

রবিবার বিকেল চারটায় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। সন্ধ্যা সাড়ে পাঁচটায় মুক্তিযোদ্ধা সম্মাননা। সংবর্ধেয় মুক্তিযোদ্ধা ডা. মো. সাইফুদ্দিন খালেদ ও ফজলুল হক ভূঁইয়া। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি থাকবেন ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মাহমুদ।

সোমবার (২৬ মার্চ) জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে অনুষ্ঠান। পাঁচ দিনে দলীয় সংগীত ও আবৃত্তি পরিবেশনায় অংশ নেবে উদীচী, বোধন, প্রমা, রাগেশ্রী, তারুণ্যের উচ্ছ্বাস, দৃষ্টি, স্বরলিপি সাংস্কৃতিক।

সাহস২৪.কম/রনি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত