দুর্নীতিবাজরা সামাজিকভাবে বয়কট হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশ : ২৪ মার্চ ২০১৮, ১৬:২১

সাহস ডেস্ক

দুর্নীতিবাজরা সমাজ ও দেশের শক্রু তাই তাদের সমাজে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

আজ শনিবার (২৪ মার্চ) সকালে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সব অপকর্মের পেছনে মাদকের হাত রয়েছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, কয়েক বছর আগে আমিনবাজারে ছয় ছাত্র খুনের ঘটনাতেও মাদকের হাত রয়েছে। সেখানে তারা মাদক সেবন করতে গিয়ে খুন হয়েছিল। এজন্য শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান জনান মন্ত্রী।

পরে মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার প্রমুখ।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত