দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৮, ১৬:২৮

রাবি প্রতিনিধি

দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘ধর্ষকের শাস্তি ফাঁসি চাই’ স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ জন্মগতভাবে খারাপ নয়, পরিবেশের সংস্পর্শে এসে তার পরিবর্তন হয়। ছোট পোষাকে কোন মেয়ে দেখলেই ধর্ষণ করতে হবে এ কেমন মানসিকতা? ধর্ষণ তো দূরের কথা, আজ যার মনে ধর্ষণের ইচ্ছা জাগে সে আগামী দিনের ধর্ষক। সমাজে যে যৌন হয়রানির ঘটনা ঘটছে কোন একসময়ে আমরা যে এর ভূক্তভোগী হবনা এর নিশ্চয়তা কী? এ সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। ধর্ষক ও যৌন হয়রানীকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী তমাশ্রী দাস, তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ, রিয়ম প্রমুখ। এসময় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত