হাতিয়ায় পুলিশের হাতে ভুয়া র‌্যাব অফিসার আটক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৩

হাতিয়া সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরস্থ রেডসি আবাসিক হোটেল থেকে ভুয়া র‌্যাব অফিসার পরিচয়দানকারী জহিরুল ইসলাম নাহিদ (৩০) নামীয় এক ব্যক্তিকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।

রবিবার ভোরে আটকের সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প ও প্রতারণার বেশকিছু কাগজপত্র উদ্ধার হয়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, জহিরুল ইসলাম নাহিদ র‌্যাবের অফিসার হিসাবে রেডসি আবাসিক হোটেলে উঠেন। পরে বিভিন্ন জায়গায় এই পরিচয়ে প্রতারণা করলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ভুয়া র‌্যাব নিশ্চিত হওয়ার পর রবিবার ভোরে তাকে রেডসি আবাসিক হোটেল থেকে আটক করে।

নাহিদ একজন গার্মেন্টস কর্মী এবং পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে প্রতারণার মাধ্যমে বহু নারীর সাথে কৌশলে সম্পর্ক করে একাধিক বিয়ে করার সন্ধান পাওয়া যায়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত