চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিলো

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ১৬:১৪

সাহস ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, তাদের তুলে নেওয়া হয়নি, বরং আলোচনার জন্য ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পর এই তিনজনকে পুলিশ ছেড়ে দেয়।

তুলে নেয়া তিন জনের মধ্যে ছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি তাৎক্ষণিকভাবে জানান, আমাদের চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিলো। তুলে নেওয়ার সময় অনেকে দেখে ফেলেছিলো বলে বেঁচে এসেছি।

এ ব্যাপারে বিস্তারিত বলতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, তাদের তদন্তের প্রয়োজনে নিয়ে আসা হলেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন ‘সহিংসতার’ ঘটনায় যেসব তথ্য উপাত্ত পুলিশ পেয়েছে, সেগুলো যাচাই বাছাই করার জন্যই ওই তিনজনকে তারা ‘নিয়ে’ গিয়েছিলেন। ভিসির বাসায় যে হামলা হয়েছিল, এই ঘটনায় যেসব ভিভিও ফুটেজ পেয়েছি সেগুলো যাচাই বাছাই করার জন্য তদন্তের প্রয়োজনে তাদের ডেকে এনেছিলাম। তারা চলে গেছে।

আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী দুই দিনের মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে ওই তিনজনই উপস্থিত ছিলেন। এর মধ্যে রাশেদ খান বক্তব্যে তাকে জামায়াত–শিবিরকর্মী হিসেবে একটি দৈনিক পত্রিকায় করা প্রতিবেদনের প্রতিবাদ জানান।

আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনের ঘণ্টা খানেক পর ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে রিকশা থেকে নামিয়ে একটি বড় মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী আরেক নেতা ও এক দোকান কর্মচারী। পরে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানও বলেন, তাদের তুলে নেওয়া হয়।

সাহস২৪.কম/রনি/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত