ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১১:৫৩

সাহস ডেস্ক

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রদিনিধি দল উপস্থিত রয়েছেন।

অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলটি জাতীয় ও স্থানীয় নির্বাচন বিষয়ে এবং বর্তমানে বিএনপির সভা-সমাবেশ করতে না পারার বিষয়গুলো নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করবে।

এ ছাড়া নির্বাচনের আগে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার না করার বিষয়েও সিইসির প্রতি আহ্বান থাকবে। বিশেষ করে গাজীপুর এবং খুলনা সিটিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আহ্বান জানাবে প্রতিনিধি দলটি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত