সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৩৭

সাহস ডেস্ক

বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে পুটখালী সীমান্তের খলশি বটতলা নামক স্থান থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ পাচারের দায়ে কাউকে আটক করতে পারিনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণ পাচারের জন্য একজন পুটখালী সীমান্তের খলশির বটতলা নামক স্থান দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন স্বর্ণ পাচারকারী একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৯টি স্বর্ণের বার পায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. তারিকুল হাকিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত