প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১৫

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৭:২২

সাহস ডেস্ক

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ এপ্রিল) সকালে ওই পরীক্ষা চলালীন সময়ে শহরের দুটি বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  এসময় প্রশ্নফাঁস চক্রের কাছ থেকে ল্যাপটপ, ডিভাইস, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল উদ্ধার করা হয়।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব বলেন, বৃহস্পতিবার থেকেই আমরা এই চক্রটির বিষয়ে অবগত হয়ে তাদের গতিবিধি নজরদারিতে রেখেছিলাম।

তিনি বলেন, পরে শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে তাদের সরবরাহ করা প্রশ্নপত্রের সাথে হুবহু তার মিল পাওয়া গেলে আমরা গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে শহরের পাঠককান্দি এলাকার দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন প্রশ্নফাঁস চক্রের সদস্যকে গ্রেফতার করি এবং তাদের সাথে থাকা বিভিন্ন ইলেকট্রনিকট মালামলা উদ্ধার করি।

সুমন কুমার বলেন, তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা সারাদেশের প্রশ্নফাস চক্রকে ধরার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত