আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ সদস্য

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৭:৪৫

সাহস ডেস্ক

মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে পালিয়ে যাওয়া আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক পুলিশ সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়নগর গ্রামে কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।  শাহীনুর রহমান নামে ওই পুলিশ সদস্য সদর থানায় কর্মরত ছিলেন।  তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।

সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, এসআই রফিকুল ইসলাম ও কনস্টেবল শাহিনুর জয়নগর গ্রামে আবদুস সালাম নামে এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন আসামি সালাম। কনস্টেবল শাহিনূর তাকে ধরতে নদীতে ঝাঁপ দেন। আসামি সাঁতরে নদীর ওপারে উঠে পালিয়ে গেলেও কনস্টেবল শাহিনুর নিখোঁজ হন।

ঘটনার পর থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে ঢাকার একটি ডুবুরি দলও উদ্ধারকাজে নেমেছে বলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করে।  রাতে তার কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেছে ডুবুরি দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত