নৌবাহিনী প্রধান ইরান গেছেন

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

সাহস ডেস্ক

ইরানের তেহরানে অনুষ্ঠেয় ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’-এ অংশগ্রহণের জন্য নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ আজ শনিবার (২১এপ্রিল) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে ইরানের উদ্দেশে যাত্রা করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ও দুইজন কর্মকর্তা রয়েছেন।

আগামী ২২ হতে ২৫ এপ্রিল পর্যন্ত ৪ দিনব্যাপী এই নেভাল সিম্পোজিয়ামে আইওএনএস এর সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করবে।

সফরকালে নৌপ্রধান এ সম্মেলনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।  সেখানে অবস্থানকালে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ড. হোসেইন খানজান্দি এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে নৌপ্রধান আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত