কমলগঞ্জকে অখণ্ড রাখার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৮:৩০

পিন্টু দেবনাথ

আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে অখণ্ড রেখে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের জনসাধারণ।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে কমলগঞ্জ উপজেলার আলীনগর, শমশেরনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা করে কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের সাধারণ মানুষ। 

শনিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে আলীনগর, শমশেরনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের জনসাধারণের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: সিদ্দেক আলীর সভাপতিত্বে মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে ওই চার ইউনিয়নগুলোর শতশত নারী-পুরুষ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড: এএসএম আজাদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলী, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদার প্রমুখ।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন কমিশন থেকে কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নকে সংযুক্ত করে সম্প্রতি মৌলভীবাজার-৪ আসন ঘোষণা করে একটি খসড়া তালিকা প্রদান করা হয়। আমরা এই চার ইউনিয়নের বাসিন্দা আগে যেভাবে মৌলভীবাজার-৪ নির্বাচনী এলাকায় ছিলাম সেভাবেই আমরা থাকতে চাই।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত