পুলিশের আইনশৃঙ্খলা মিটিংয়ের পাশেই নির্মাণ শ্রমিক খুন!

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৭:৩৩

রহিম রেজা

ঝালকাঠির রাজাপুরের মধ্য বাজার এলাকায় চুরি-ডাকাতি রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মিটিং চলাকালীন সময়ে বাজারের দক্ষিণ প্রান্তে খলিলুর রহমান মোল্লা (৩৮) নামে এক নির্মাণ শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাজার কামারপট্টি এলাকার মিয়া মাহমুদ পাখি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির মালিক মিয়া মাহমুদ পাখিকে আটক করেছে পুলিশ। ৩ সন্তানের জনক খলিলুর উপজেলার পশ্চিম বাদুরতলা এলাকার আমজেদ আলীর মোল্লার ছেলে।

রাত সাড়ে ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে রবিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। 

রবিবার দুপুরে নিহতের স্ত্রী পিয়ারা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলার দায়ের করেছেন। আটক পাখিকে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহতের ছেলে রবিউল ইসলাম জানান, কয়েকদিন ধরে সদরের বাজারে স্টল নির্মাণের কাজ করছিলো খলিল। সন্ধ্যার পর বাসায় বাজারের ব্যাগ রেখে ডিগ্রি কলেজ এলাকার ভাড়া বাসা থেকে বাইসাইকেল করে বাহিরে বের হন তিনি। স্থানীয় একটি চায়ের দোকানে তাকে ৩/৪ জন লোকের সাথে কথা বলতেও দেখা গেছে। পরে রাত ১০টার দিকে মিয়া মাহমুদ পাখি ভবনের উত্তর পাশে মাথায় দারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

ঘটনার সময় অদূরে মধ্য বাজার এলাকায় রাত সাড়ে ৮টার থেকে আইনশৃঙ্খলা মিটিং করছিলো রাজাপুর থানা পুলিশ। সভার প্রধান অতিথি রাজাপুর থানার ওসির বক্তব্য দেওয়ার মুহূর্তে রাত ১০টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যান তিনি।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, দুর্বৃত্তরা তাকে বাসা থেকে ওইখানে ডেকে এনে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত