মানবতাবিরোধী অপরাধে এনএসআই’র সাবেক ডিজি গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৪:৩৯

সাহস ডেস্ক

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক ডিজি মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওয়াহিদুল হকের ২৮ মার্চ ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, সকাল সাড়ে দশটার দিকে তাকে (ওয়াহিদুল হক) গ্রেফতারে পরোয়ানা জারি করতে আবেদন করি। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এরপর সাড়ে বারোটার দিকে খবর পাই তাকে পুলিশ গ্রেফতার করেছে।

তুরিন আফরোজ আরও বলেন, বুধবার তাকে আদালতে তোলা হবে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, ব্লক- জে, রোড-২/ডি, বাড়ি নং-৩, বারিধারা থেকে ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়েছে। 

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ২৮ মার্চ ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬শ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে বলে জানান তুরিন আফরোজ।

সাহস২৪.কম/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত