আইডি সম্পৃক্ততা না মেলায় ছেড়ে দেওয়া হয়েছে ফাহিম মাশরুরকে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:৩৮

সাহস ডেস্ক

বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। ফেসবুকে তার নামের যে আইডি থেকে উসকানির অভিযোগে মামলা হয়েছিল সেটির সঙ্গে মাসরুরের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ ২৫ এপ্রিল (বুধবার) বিকেলে নাগাদ ফাহিম মাসরুরকে ছেড়ে দেওয়া হয়।

তাকে ছেড়ে দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল ইসলাম সুমন।

তিনি জানান, ‘ফাহিম মাশরুরের বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেসবুক আইডি থেকে তেমন প্রমাণ পাওয়া যায়নি। তবে এ বিষয়টির অধিকতর তদন্ত চলছে।’

এর আগে আজ বুধবার সকালে রাজধানীর কারওরান বাজারে বিডি জবসের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার আলিমুজ্জামান জানিয়েছিলেন, ‘ফাহিম মাসরুরের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় গত ২২ এপ্রিল ৫৭ ধারায় একটি মামলা করা হয়। সেই মামলাতেই আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।’

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল কাফরুল থানায় একেএম ফাহিম মাসরুরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।’

তিনি আরো জানান, ‘ওই মামলার এজাহারে লেখা হয়েছে, ‘ফাহিম মাসরুরের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড, শেয়ারসহ উসকানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’ এজাহারে মোট আটটি অভিযোগ উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান।

সাহস২৪.কম/খান/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত