পেকুয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণে অভিযুক্ত নিহত

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৭:৫২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সাথে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণে অভিযুক্ত এক যুবক নিহত হয়েছে। 

মঙ্গলবার ভোরে পেকুয়া-বাঁশখালী সীমান্ত এলাকা পেকুয়ার টেইটং ইউনিয়নের নিতান্তঘোনা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে। 

নিহত আব্দুল হাকিম (৩০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার শামসুল আলমের ছেলে। তিনি বাঁশখালী এলাকার এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছিলেন।  

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, বাঁশখালীর শেখেরখিল এলাকায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের মূল অভিযুক্ত ছিল আব্দুল হাকিম। তাকে আটকে র‌্যাবের একটি দল নেতান্তঘোনা এলাকায় অভিযান চালায়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আবদুল হাকিম ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে আব্দুল হাকিমের মৃতদেহ পড়ে থাকে। তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি দেশীয় তৈরী বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজও পাওয়া গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত