সরকারি জমি দখল, ৩ ব্যবসায়ীকে দুদকের তলব

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৮, ১৮:০১

অনলাইন ডেস্ক

গাজীপুরে সরকারি জায়গা-জমি দখল করে রিসোর্ট ও বাগানবাড়ি করায় তিন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজিরার নোটিশ দেওয়া হয়েছে।  

২৬ এপ্রিল (বৃহস্পতিবার) তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান।

দুদকের উপ-পরিচালক মো. আহমার উজ্জামানের সই করা নোটিশে তাদের ওইদিন বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

যাদের তলব করা হয়েছে তারা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ‘সোহাগ পল্লি পিকনিক স্পট’ এর স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল, একই উপজেলার রাঙ্গামাটিয়ার ‘ওয়াটার ফ্রন্ট রিসোর্ট’ এর মালিক রফিকুল ইসলাম ও গাজীপুর সদরের ‘অরণ্য বাংলা বাড়ির’ মালিক সোহেল আহমেদ।

তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল করা ছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানও করা হবে বলে জানিয়েছেন প্রণব।

তিনি বলেন, ‘সম্প্রতি এসব রিসোর্ট ও বাগানবাড়ির মালিকদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়ে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত দেয় দুদক। কমিশনের উপ-পরিচালক আহমার উজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন।’

সাহস২৪.কম/খান/রনি