পিরোজপুর কেন্দ্রীয় কালী মন্দিরে চুরি

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৩:৩৪

রেজওয়ান ইসলাম সাজন

পিরোজপুর শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা প্রতিমার গায়ে থাকা বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।

মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস তঙ্কু জানান, রবিবার সন্ধ্যায় পুজা শেষে মন্দিরের পুরোহিত সলিল মুখার্জী শিবু বাড়ি চলে যান। আজ সোমবার (১৪ মে) সকালে মন্দিরের পুরোহিত এসে দেখতে পায় মন্দিরের প্রতীমার কক্ষে ঢোকার একটি গেটের তালা ভাঙ্গা। এ সময় তিনি মন্দির কমিটির সকলকে খবর দেয় এবং মন্দির কমিটি পুলিশকে জানান। 

সত্যজিৎ দাস তঙ্কু আরো জানান, ধারণা করা হচ্ছে রাতে মন্দিরের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে মন্দিরের একটি তালা ভেঙ্গে কালী প্রতিমার কপালে থাকা একটি সোনার টিকলী, ২০-২৫টি স্বর্ণের টিপ ও তিনটি স্বর্ণের চোখ নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৭০-৭৫ হাজার টাকা। 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্য এস এম জিয়াউল হক জানান, চুরির বিষয়টি রহস্যজনক তাই তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাহস২৪.কম/প্রতিনিধি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত