লক্ষ্মীপুরে অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ : ১৪ মে ২০১৮, ২২:৩৪

লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মে) বিকেলে সোনাপুর চৌরাস্তায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে রামগঞ্জ সরকারি কলেজ ও রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

সূত্রে গেছে, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনান্য সদস্যদের সাথে মিটিং না করে 

কলেজের সভাপতি স্থানীয় এমপি লায়ন এমএ আউয়াল, জিবি প্রতিনিধি সাবেক এমপি এমএ গোফরান, সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ 

মোঃ রুহুল আমিন কৌশলে ঢাকাস্থ এমপির কার্যালয়ে গোপনে ৩ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করে। বিষয়টি জানাজানি হলে 

সোমবার বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের অপসারণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

কলেজের সভাপতি স্থানীয় এমপি লায়ন এমএ আউয়াল জানান, আমার সাথে গোপন মিটিং করে নিয়োগ কমিটি করার কথাটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঠিক বলেনি। সাংবাদিক প্রতিনিধি ছাত্রলীগের প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ করা হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণের বিষয়ে তিনদিন পর ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত