‘নির্বাচন কাদের কাছে সুষ্ঠু হচ্ছে না, তা আপনারা জানেন’

প্রকাশ : ১৫ মে ২০১৮, ১৩:১১

সাহস ডেস্ক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নিজের জয়ের বিষয়ে আশাবাদী জানিয়ে বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে। আজকের নির্বাচন ২০১৩ সালের মতোই সুষ্ঠু হবে। খুলনার উন্নয়নের জন্যই ভোটাররা নৌকায় ভোট দেবেন। তারা আমাকেই ভোট দেবেন।

আজ মঙ্গলবার সকাল আটটার আগেই নিজের কেন্দ্র নগরের ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন তালুকদার আবদুল খালেক। সকাল আটটা ১০ মিনিটে ভোট দিয়ে বের হন তিনি। 

বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল খালেক বলেন, ২০১৩ সালের মতোই এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হচ্ছে, স্বতঃস্ফূর্ত হচ্ছে। কাদের কাছে সুষ্ঠু হচ্ছে না, তা আপনারা জানেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে যে পাঁচজন প্রতিদ্বদ্বিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু (কাস্তে)।

খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ১ হাজার ১৭৮টি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে ৪ হাজার ৯৭২ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রে মোট ১০টি ইভিএম থাকবে।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার এ কর্মকর্তা বলেন, ১০টি ভোটকক্ষের প্রতিটিতে একটি করে ইভিএম থাকবে।

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত