হঠাৎ বৃষ্টি, স্বস্তির সঙ্গে দুর্ভোগ

প্রকাশ : ১৬ মে ২০১৮, ১১:৩০

সাহস ডেস্ক

বুধবার (১৬ মে) সকাল থেকে নগরে আকাশ মেঘলা ছিল। সাড়ে ৮টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অন্ধকার নেমে আসে। আর ৯টার পর শুরু হয় তুমুল বৃষ্টি। এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও রাত পর্যন্ত টানা বৃষ্টিতে কিছুটা দুর্ভোগে পড়েন নগরবাসী।

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুর হান্নান জানান, কালবৈশাখীর প্রভাবে নগরে ৯টার পর বৃষ্টি হয়েছে। এটির রেকর্ড পাওয়া যাবে ১২টার পর। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার দুই একটা জায়গায় সারাদিন বৃষ্টি হতে পারে। তবে চাঁদপুর ও নোয়াখালীতে সারাদিন বৃষ্টি হবে।

সকালে হঠাৎ এই বৃষ্টির কারণে আচমকাই যেন থমকে যায় রাজধানীর চিত্র। হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিল না। তাই পথচারীদের অনেকে দৌড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন ভবনের নিচে। আবার অনেকে ভিজতে বাধ্য হয়েছেন।

আগ্রাবাদের একটি কর্পোরেট অফিসগামী মো. আতিক উল্লাহ বলেন, হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। গাড়ি পেতে কষ্ট হয়েছে।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত