এখন আর হ্যারিকেন জ্বালিয়ে বই পড়তে হয় না : সংস্কৃতিমন্ত্রী

প্রকাশ : ১৬ মে ২০১৮, ১২:০৪

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, এখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হ্যারিকেন জ্বালিয়ে পড়াশুনা করতে হয় না। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে বাংলাদেশ। এটি শেখ হাসিনার উন্নয়ন।

তিনি আরও বলেন, কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষক হাতের কাছে সার বীজ আধুনিক যন্ত্রপাতি পাচ্ছে। যে জমিতে আগে ৭ মন ধান হতো সে জমিতে এখন ১৫ থেকে ২০ মন ধান ফলাচ্ছে।

সোমবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান ও স্বাগতিক বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত