রামগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ | ১৭ মে ২০১৮, ২০:২৪

রামগঞ্জ প্রতিনিধি

রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে পৃথক অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর, নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের চৌকিদার বাড়ির বাদশা মিয়ার বসতঘর থেকে বৈদ্যুতিক শট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। এসময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল ছাই হয়ে যায়।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয় গ্রামবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাদশা মিয়া জানান, তার ঘরের ফ্রিজের পিছনে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এরআগে বুধবার সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের নান্দিয়াপাড়া তফাদার বাড়ির আবুল কাশেমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল কাশেম, টিপু ও মিজানের বসতঘর ছাই হয়ে যায়। এসময় আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পৃথক ২টি ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিরলস পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সাহস২৪.কম/তানভীর/রিয়াজ