ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি, বাস আটক

প্রকাশ : ২০ মে ২০১৮, ১৬:৫৪

সাহস ডেস্ক

রাজধানীতে চলাচলরত ট্রাস্ট পরিবহনের একটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ওই পরিবহনের পাঁচটি বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৯ মে) শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বাসগুলো আটকের পর একটি শাহবাগ থানায় অপর তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যলয়ের একজন ছাত্র জানান, গত ১৭ মে বিকাল পাঁচটার সময়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স  বিভাগের এক নারী শিক্ষার্থীকে হয়রানি করেন বাসের চালকের সহকারী। ট্রাস্ট বাসের চালকের সহকারী প্রথমে ওই আপুকে যৌন হেনস্থার চেষ্টা করে। এমনকি তার সাথে সাথে  অশালীন আচরণ করে। এ সময় আমি প্রতিবাদ জানালে বাসের একজন মাত্র লোক এগিয়ে আসে, বাকি কেউ আমার সহযোগিতায় এগিয়ে আসল না। এক সময় ওই বাসের  চালকের সহকারী আমাকে হুমকি দিয়ে বলে, ‘কী করবি তুই কর’!’

তিনি আরও জানান বলেন, ওই আপুর ভাই আইসিউতে ভর্তি থাকায় তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে বলে তখন কোন প্রতিবাদ না জানিয়ে দ্রুত চলে আসি। পরে আজ আমরা ব্যবস্থা নিয়েছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। তবে কে যৌন হয়রানি করেছে তা জানা যায়নি। বাস কর্তৃপক্ষ আসছে। ওই  মেয়েকে (ঢাবি ছাত্রী) আসতে বলা হয়েছে। তিনি বিস্তারিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। এরই মধ্যে শাহবাগ থানাকে জানিয়েছি। তারাও  বিষয়টি দেখছে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত