পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ চলছে

প্রকাশ : ২০ মে ২০১৮, ১৭:৪৭

সাহস ডেস্ক

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আকবর শাহ এলাকার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান চলছে। রবিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্ব এ অভিযান শুরু হয়।

এ ব্যাপারে জোবায়ের আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করি। পাহাড়ে তৈরি করা ঝুঁকিপূর্ণ ঘরগুলো আমরা পুরোপুরি ভেঙে দিচ্ছি। এর আগে বিদ্যুৎ, গ্যাস, পানির সব লাইন কেটে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে আকবর শাহর রেলওয়ে কলোনি এলাকায় ৮-১০টি পাহাড়ে এক থেকে দেড়শ ঝুঁকিপূর্ণ ঘর আছে।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত