বান্দরবানে পাহাড় ধসে ৫ শ্রমিক নিহত

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৫:০৮

সাহস ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ আবু, সোনা মিয়া, জসিম উদ্দিন, নূরুল হাকিম এবং নূর মোহাম্মদ। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।

ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ৯নং ওয়ার্ডের বড়ইতলী গ্রামে রূপায়ন বড়ুয়ার নিয়োগ করা শ্রমিকরা পাহাড় কাটার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের  মৃত্যু হয়েছে। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরোয়ার কামাল চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইউএনও সরোয়ার কামাল  জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। জীবিত উদ্ধার ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত