রামগঞ্জে বিভিন্ন সড়কের বেহাল দশা

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৪:২৪

রামগঞ্জ প্রতিনিধি

রামগঞ্জ পৌর পরিষদ সংলগ্ন বাইপাস সড়ক ও রামগঞ্জ বাজারের প্রধান সড়কসহ উপজেলার ১০টি ইউনয়নের ৯৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কের বেহাল দশা হয়েছে।

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কগুলোতে বড় বড় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া সড়কগুলোর পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কগুলো দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক, যাত্রীবাহি বাস, সিএনজি, রিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। 

সরেজমিন দেখা গেছে, রামগঞ্জ বাজারের প্রধান সড়ক, পৌর পরিষদ সংলগ্ন বাইপাস সড়ক, কাঁচা বাজার সড়ক, হাসপাতাল সড়ক, রামগঞ্জ থানা সড়ক, শ্রীপুর পাটওয়ারী বাড়ি সড়ক, রামগঞ্জ দক্ষিণ বাজার থেকে সোনাপুর কলাবাগান প্রধান সড়ক, রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের রামগঞ্জ অংশের সড়ক, সোনাপুর থেকে চিতশী সড়কের রামগঞ্জ অংশের সড়ক, কমরউদ্দিন রোড থেকে পানিয়ালা বাজার সড়ক, উপজেলার ছোট বড় শতাধিক সড়কের বেহাল দশা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত