নেত্রকোণায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৮:০৫

সাহস ডেস্ক

নেত্রকোণায় পূর্ব বিরোধের জেরে রুবেল মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ মে) জেলা ও দায়রা জজ আদালতের কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামের স্বপন মিয়া (২২), এরশাদ মিয়া (২৮), রাজধর মিয়া (৩৫) ও জুয়েল (২৭)।

মামলার বিবরণে বলা হয়, উলুয়াটি গ্রামের হাসেম উদ্দিনের ছেলে রুবেলের সঙ্গে স্বপনের মিয়ার বিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ৬ অগাস্ট বিকালে কাজের কথা বলে রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান স্বপন। এরপর থেকে রুবেলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকালে বাড়ির পাশ থেকে রুবেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনদিন পর স্বপন মিয়াকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন রুবেলের বাবা।

পরে তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জানুয়ারি স্বপনসহ আরও তিনজনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত