হাজারীবাগে মাদকবিরোধী অভিযান শেষ: আটক শতাধিক

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৪:৫০

সাহস ডেস্ক

রাজধানীর হাজারীবাগের গনকটুলী এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ মে) সকাল ১১টা থেকে শুরু হয়ে এই অভিযান দুপুর ১টার দিকে শেষ হয়। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (রমনা) মারুফ হোসেন সরদার জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সকাল থেকে হাজারীবাগের  গনকটুলি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৫১৩ জনকে আটক করা হলেও  যাচাই-বাছাই শেষে ৩৬০ জনকে ছেড়ে দেয়া হয়।

এর পর রাতে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগ টিটিপাড়া বস্তি এবং গুলশান বিভাগ বনানীর কড়াইল বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে  টিটিপাড়া বস্তি থেকে ৩১ জনকে এবং কড়াইল বস্তি থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত