চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ দিনে গ্রেপ্তার ৫৬

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৬:০৭

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে সদর থানা পুলিশ গত ১৮ মে থেকে গত ২৫ মে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পৃথক অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে। 

শনিবার (২৬ মে) সকালে সদর পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী বলেন, ৮ দিনে গ্রেপ্তার ৫৬ জনের মধ্যে বেশীরভাগই মাদকব্যবসায়ী, অন্যরা সেবনকারী। এদের ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ২ কেজি গাঁজা, ৩০২ পিস ইয়াবা ও ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

এদিকে শনিবার সকাল সাড়ে ৯টায় ডিবি পুলিশ শহরের বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে ৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালতের হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। দণ্ডিতরা হলেন মজিবুর, শুকুর, তসলিম, বাবলু ও শিমু।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত