পটুয়াখালীর পাঁচ রাজাকারের রায় যেকোনো দিন

প্রকাশ : ৩০ মে ২০১৮, ১১:৪৫

সাহস ডেস্ক

’৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ৫ রাজাকারের বিষয়ে যেকোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার (৩০ মে) এ দিন ঠিক করেন চেয়ারম্যান বিচারপতি মো.শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

পাঁচ রাজাকার হলেন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের এছহাক শিকদার, বল্লভপুর গ্রামের সোলায়মান মৃধা, গলাচিপা গ্রামের আবদুস সাত্তার পেদা, আবদুল গনি হাওলাদার ও মো. আউয়াল ওরফে মৌলভি আবদুল আউয়াল। পাঁচজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে মুত্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

২০১৬ সালের ১৭ নভেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই বছরের ১৩ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত