কুলাউড়ায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাতের মৃত্যু

প্রকাশ : ৩১ মে ২০১৮, ১৪:৫৮

সাহস ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি কামরুল ইসলামের (৪৮) মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) ভোর রাতের দিকে হাজিপুর ইউনিয়নের কুমরা কাপন গ্রামে এ বন্দুকযুদ্ধ হয় বলে জানায় পুলিশ। এতে পুলিশের এক উপ পরিদর্শকসহ তিন কনস্টেবল আহত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন, উপ পরিদর্শক ইয়াছিন মিয়া, কনস্টেবল কুদ্দুছ মিয়া, আলতাব ও খায়রুল।

এদিকে কামরুল ইসলাম (৪৮) এলাকায় ইসলাম ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে কুলাউড়াসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির অভিযোগে ১০টি মামলা রয়েছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম জানান, কুমরা কাপন গ্রামে নিয়মিত টহলের সময় একটি বাঁশঝাড় থেকে পুলিশের গাড়িতে গুলি ছোড়া হয়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাঁশ ঝাড় থেকে গুলিবর্ষণ বন্ধ হলে পুলিশ সেখানে গিয়ে কাউকে না দেখতে পেয়ে চলে আসে।

সে সময় ঘটনাস্থল থেকে একটি এল জি, ৫ রাউন্ড গুলি ও ৫টি রামদা উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।

তিনি আরও জানান, পরদিন সকালে গ্রামবাসী বাঁশঝাড়ের কাছে ইসলাম ডাকাতের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

বন্দুকযুদ্ধে আহত চার পুলিশ সদস্যকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুলাউড়া থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ইসলাম ডাকাত একেক এলাকায় একেক নামে পরিচিত।  ইসলামের বাড়ি কমলগঞ্জ উপজেলার কুমরা কাপন এলাকায়। তবে তিনি কুলাউড়ার ভুকশিমইল এলাকার গৌরি করণে থাকতেন।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত