রেস্টুরেন্টে গোপন কক্ষ, দুই লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০১ জুন ২০১৮, ১৬:৫৮

সাহস ডেস্ক

রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরে ‘ক্রিমসন কাপ’ রেস্টুরেন্টের ভেতরে রয়েছে একটি বিশেষ কক্ষ থাকায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই  সাথে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিনের মধ্যে ওই কক্ষটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত অর্থ ব্যয় করলে ওই কক্ষে নিরাপদে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর সুযোগ পায় জুটিবদ্ধ ছেলেমেয়েরা।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, আলো-আঁধারির মধ্যে ওই কক্ষে নিয়মিত অসামাজিক কার্যকলাপ হতো। সরেজমিনে তার প্রমাণও মিলেছে। এ  ছাড়া সেখানে যেসব খাদ্যপণ্য বিক্রি করা হয়, তার গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা নেই। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে  এবং ওই কক্ষটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে ধানমণ্ডি ২৭ নম্বরের ‘নান্দোস’ রেস্তোরাঁয়। সেখানে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। নানা  অভিযোগে এই প্রতিষ্ঠানটিকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সাহস২৪.কম/রনি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত