গাছের সঙ্গে অটোর ধাক্কা, বিস্ফোরণে ২ যাত্রী নিহত

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১১:৩৩

সাহস ডেস্ক

নোয়াখালীর সোনাপুরে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৭৩ শতাংশ পুড়ে গেছে। 

আহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরি গ্রামের রাকিব হোসেন (৩৫), একই গ্রামের জহুরুল হকের ছেলে আকবর হোসেন (৪০) ও চর আবজল গ্রামের মো. কবির হোসেন (৪০)। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন আজ রবিবার (৩ জুন) ভোরে সোনাপুর-লক্ষ্মীপুর সড়কের কোম্পানি সদর দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি আনোয়ার হোসেন জানান, ভোরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এসময় দগ্ধ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে থাকা ডা. শামিম রেজা জানান, রাকিবের শরীরের ৭৩ শতাংশ জ্বলসে গেছে। তাকে ঢাকায় রেফার করা হচ্ছে। বাকি দু’জনের চিকিৎসা এখানেই চলবে। 
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত