ট্যারিফ কমিশন আইনের সংশোধনী পরীক্ষা-নিরীক্ষায় কমিটি

প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৫:০৮

সাহস ডেস্ক

‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়া পরীক্ষা-নিরীক্ষায় একটি কমিটি করেছে মন্ত্রিসভা।

সোমবার (০৪ জুন) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আইন সংশোধনের  জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়েছিলো।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এই ইস্যুতে বিস্তারিত আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি  করা হয়। কমিটির প্রধান হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব।

কমিটিতে অর্থ ও বাণিজ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শিল্প সচিবকে রাখা হয়েছে। সাচিবিক দায়িত্ব পালন করবেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।

সাহস২৪.কম/রনি/আল-মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত