ঈদযাত্রায় যানজট পোহাতে হবে না: ওবায়দুল কাদের

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৫:০৯

সাহস ডেস্ক

সড়কের জন্য ঈদযাত্রায় যানজট হবে না বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, গত কয়েকবারের তুলনায় এবার ঈদযাত্রায় যানজট হবে না। তিন সেতুর (কাঁচপুর,ব্রিজ ও দাউদকান্দি ব্রিজ) সমস্যা তো ডিসেম্বর পর্যন্ত থাকবে, তা আগেও ছিল। তারপর বৃষ্টি-বাদলের কারণে নির্মাণাধীন ঢাকা-এলেঙ্গা মহাসড়কে যাত্রা কিছুটা বিঘ্ন হতে পারে। তবে ঈদে নির্বিঘ্নে চলাচল করতে সংস্কারের কাজ বন্ধ রেখেছি। এছাড়াও যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরেই তা করতে বলেছি।’

তিনি বলেন, ‘আশা করি সড়কের জন্য রাস্তায় কোনও যানজট হবে না। সড়কে নির্বিঘ্নে  যান চলাচলের জন্য আমি ক্রমাগত মনিটরিং করে যাচ্ছি। যাতে জনগণ যাতে কষ্ট না পায়। আমি আশ্বস্ত করে বলছি যে, সংকট হলে ওখানে আমি নিজেই গিয়ে দাঁড়াবো। প্রয়োজনীয় ফোর্স নিয়োগ দিয়েছি। ঈদ যাত্রায় চলাচলের জন্য বিআরটিসি’র ৫৪টি গাড়ি বিকল্প হিসেবে রাখা হবে। প্রয়োজন হলেই এগুলো ব্যবহার করা হবে। টঙ্গী, গাবতলী ও মহাখালী টার্মিনালে এগুলো থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদ আসলে রাতের ঘুম নষ্ট হয়ে যায়। গতবছর ভেবেছিলাম এ বছর আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। কিছু কিছু বিষয় আমাদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। তবে তা ঘটানো এ দেশে কঠিন। মন মানসিকতার পরিবর্তন না হলে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন।’

তিনি আরও বলেন, ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ি রাস্তায় দেখতে চাই না। দ্বিতীয়ত ফিটনেসবিহীন গাড়ি। ভারী যানবহন ঈদের আগের তিনদিন চলবে না। উল্টোপথে গাড়ি যে চালাতে পারে সেই বিষয়ে কঠোর নজরদারি করতে হবে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত