উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু

প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৬:১৬

সাহস ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় মাটির দেয়াল ধসে মো. ফোরকান (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুর মা-ও আহত হয়েছেন। নিহত মো. ফোরকান ক্যাম্পের ওই ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে।

উখিয়ার ইউএনও মো. নিকারজ্জামান চৌধুরী জানান, গত শনিবার থেকে উখিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। আজ সোমবার (১১ জুন) সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘দুদিন টানা বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়াল চাপায় কুতুপালং ডি-৭ রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে ৩ বছরের এক শিশু নিহত এবং তার মা আহত হয়েছেন।

মৃতদেহটি উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত