বাজেট অধিবেশনে পাঁচদিনের বিরতি

প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৬:৪৮

সাহস ডেস্ক

বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশনে সাপ্তাহিক বন্ধের দিন বাদ দিয়ে টানা ৬ষ্ঠ কর্মদিবস চলার পর মুলতবি ঘোষণা করা হয়েছে।

ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

শুরুতে একটি কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে দুপুর ২টা পর্যন্ত। প্রথম দিনে প্রায় ১০ জন সংসদ সদস্য বাজেটের ওপর আলোচনায় অংশ নেন।

বাজেট আলোচনা শেষে দুপুর ২টার দিকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া চলতি বাজেট অধিবেশন আগামী ১৮ জুন বিকেল ৩ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

সাহস২৪.কম/রনি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত