ভারতের সীমান্তে বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার

প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৭:৩৩

সাহস ডেস্ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মংলারকুটি সীমান্তে ভারতের ভেতর থেকে এক বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে বিএসএফ। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাতে নিহত বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করে বিএসএফ।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ধার করতে পারেনি পুলিশ। 
 
কচাকাটা থানা পুলিশ ও এলাকাবাসী জানান, মংলার কুটি গ্রামের সন্দির আলীর ছেলে আলম মিয়া (৫০) বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ-আসাম সীমান্তের ১০১১ এবং ১০১২ মেইন পিলারের মধ্যবর্তী  এলাকা মরাখানার ভারতের ভেতরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেন নি। শুক্রবার সকালে তার লাশ পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন এলাকাবাসী। পরে বিজিবি-বিএসএফের  উপস্থিতে লাশ উদ্ধার করে ভারতের আসাম রাজ্যের গোলকগঞ্জ থানার পুলিশ। এসময় বাংলাদেশের কচাকাটা থানার পুলিশও উপস্থিত ছিল।

দু’দেশের পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভারতীয় পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবেন বলে জানান ধুবরী জেলার গোলোগঞ্জ থানা ম্যাজিস্ট্রেট চয়নিকা ঠাকুরিয়া।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত