নাফ নদীতে বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ডের যৌথ টহল

প্রকাশ : ২২ জুন ২০১৮, ১৭:৪৫

সাহস ডেস্ক

কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)ও মিয়ানমার বর্ডার গার্ডের (পুলিশের) মধ্যে যৌথ টহল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ জুন) সকাল পৌনে ১০টা হতে ১১টা পর্যন্ত এ টহল অনুষ্ঠিত হয়। বিজিবি-২ এর অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাহ পরীর দ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের এবং প্রতিপক্ষ মিয়ানমারের নম্বর ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনে  ম্যাগিচং ক্যাম্পের পুলিশ লে. নে নে অংয়ের নেতৃত্বে ১১ সদস্যের টহল দল দুটি করে স্পিড বোটে করে নাফ নদীতে যৌথ টহল পরিচালনা করে।

এ সময় উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যরা কুশলাদি বিনিময় করেন।

সাহস২৪.কম/রনি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত