বর্তমান সরকারের আমলে প্রশাসনে ছয় লাখ পদ সৃষ্টি: সৈয়দ আশরাফ

প্রকাশ : ২৪ জুন ২০১৮, ১৭:৫৬

সাহস ডেস্ক

বর্তমান সরকারের মেয়াদে প্রশাসনে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি জানান, আরও ৫২ হাজার ৭৯টি পদ সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মানিকগঞ্জ-১ আসনের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংরক্ষিত আসনের জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ‘পুলিশের জন্য ৭৯ হাজার ২৪৯টি, সেনাবাহিনীর রামু ও লেবুখালীর ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৮৬টি পদসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/ অধিদপ্তর/সংস্থায় বিভিন্ন ক্যাটাগরির ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ রাজস্ব খাতে সৃষ্টিতে সম্মতি দেওয়া হয়েছে। ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘গত ৯ বছরে বিসিএসের মাধ্যমে ২৮ হাজার ১৮১জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৬তম বিসিএস এ দুই হাজার ৩২৩জন নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ সময় ননক্যাডার পদে সাত হাজার ৪৮৫জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২০ হাজার ৫১৩জন নিয়োগের সুপারিশ করা হয়েছে।’

সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনটি ভাড়াটিয়া বান্ধব।কোনও ভাড়াটিয়া সংক্ষুব্ধ হলে এই আইনে তার প্রতিকারের সুব্যবস্থা রয়েছে। এই আইনের অধীনে ভাড়াটিয়াদের দায়ের করা তিন হাজার ৫০টি মামলা (৩১ ডিসেম্বর ২০১৭) আদালতে বিচারাধীন রয়েছে। ইতোমধ্যে  ৫৬৫টি মামলা নিষ্পত্তি হয়েছে।’

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সরকার দেওয়ারি মামলার জট কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জট নিরসনে আইন ব্যবস্থার সাথে মানানসই পৃথিবীর অন্যান্য দেশের ব্যবস্থাসমুহ সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।’ সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৫ হাজার নকশ নবিসদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত  মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে।’
সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত