আগস্টে চালু হচ্ছে বাড্ডা ইউলুপ

প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৩:৩৮

সাহস ডেস্ক

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মালিবাগ-নতুনবাজার এলাকার বাসিন্দা ও যাত্রীদের ভোগান্তি লাঘবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দু’টি ইউলুপ নির্মাণের পরিকল্পনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে গত বছরের ২৫ জুন রামপুরা প্রান্তের (দক্ষিণ) ইউলুপটি চালু হয়। কিন্তু বাড্ডার দ্বিতীয় ইউলুপটির কাজ এখনও শেষ হয়নি। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আগামী আগস্টে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাড্ডা ইউলুপ। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তিন বছর পেরিয়ে এ প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক জামাল আক্তার ভূঁইয়া।

বাড্ডা ইউলুপের অবস্থান গুলশান-বাড্ডা সংযোগ সড়কের কাছে মেরুল বাড্ডায়। এটি দৈর্ঘ্যে ৪৫০ মিটার, প্রস্থে ১০ মিটার। ২০১৫ সালের মাঝামাঝি শুরু হলেও প্রায় ৪০ কোটি টাকার প্রকল্পটির কাজ চলছে ধীর গতিতে। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে কাজ শেষ না হওয়ায় এর প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন। নির্মাণ কাজের দায়িত্বে আছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

হাতিরঝিল প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অংশের পরিচালক জামাল আক্তার ভূঁইয়া বলেন, ‘জায়গা নিয়ে মামলার কারণে ইউলুপ নির্মাণে দেরি হয়েছে। তা ছাড়া মাটির নিচে বিভিন্ন সেবা সংস্থার তার সরিয়ে নিতে দেরি হয়েছে। তবে সব সমস্যা মিটিয়ে বর্তমানে প্রায় ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি, আগামী আগস্টের মধ্যেই এই ইউলুপ চালু করতে পারব।’

সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত