হালদা নদীর দূষণ রোধে পেপার ও বোর্ড মিল সাময়িক বন্ধ ঘোষণা

প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৩:৪৭

সাহস ডেস্ক

কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত চট্টগ্রামের হালদা নদীর দূষণ ঠেকাতে একটি পেপার ও বোর্ড মিল সাময়িক বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদফতর।

রবিবার (২৪ জুন) নগরীর অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থিত ম্যাক পেপার এ্যান্ড বোর্ড মিলস নামের এ প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরের অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়কের ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস ১৯৯৪ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানাটির অপরিশোধিত তরল বর্জ্যে হালদা দূষণের দায়ে বিভিন্ন সময় পরিবেশ অধিদপ্তর ৪৯ লাখ ৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ আদায় করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে গত ফেব্রুয়ারির মধ্যে অন্য কোনো শিল্পাঞ্চলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অন্যত্র স্থানান্তর করতে না পারায় ইটিপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি পরিদর্শনে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ইটিপি নির্মাণের কোনও কার্যক্রম দেখতে পাননি।

প্রসঙ্গত, হাটহাজারী, অক্সিজেন বাইপাস এলাকায় অনন্যা আবাসিক এলাকার মাস্টার ড্রেন নির্মাণে বামনশাহী খালটি বন্ধ করায় ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডসহ বায়েজিদ এলাকার বিভিন্ন কারখানার তরল বর্জ্য আগে কর্ণফুলী নদীতে পড়লেও এখন খন্দকিয়া খাল হয়ে হালদায় গিয়ে  পড়ছে। এই শিল্প বর্জ্যে মারাত্মক দূষণের কবলে পড়ে সম্প্রতি হালদা নদীতে রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত