অবৈধভাবে ভারতে যাত্রা, ১২ নারী-পুরুষ ও শিশু আটক

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১৬:৫১

সাহস ডেস্ক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ জন জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । তবে এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বুধবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর,নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল পুটখালী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের একটি একটি বাড়িতে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু আটক করে।

কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত